ভর্তি প্রক্রিয়া
Bondhu School-এ ভর্তি হওয়া খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করো।
যোগাযোগ
শিক্ষার্থী ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে।
লিঙ্ক প্রদান
আমরা শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার জন্য (এই লিঙ্কটি) প্রদান করি।
সাইন আপ
শিক্ষার্থী লিঙ্কে গিয়ে সাইন আপ বা লগ ইন করে। (দ্রষ্টব্য: বর্তমানে সরাসরি ফর্ম পূরণ চলছে)
কোর্স নির্বাচন
শিক্ষার্থী তার পছন্দের কোর্সটি নির্বাচন করে।
ফর্ম পূরণ ও পেমেন্ট
শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফর্মে নিচের তথ্যগুলো পূরণ করে:
- শিক্ষার্থীর নাম
- শিক্ষার্থীর মোবাইল নম্বর
- অভিভাবকের নাম
- অভিভাবকের মোবাইল নম্বর
- শিক্ষা প্রতিষ্ঠান
- কোর্স ফি 01771822846 নম্বরে পেমেন্ট করে
- পেমেন্টের TrxID (ট্রানজেকশন আইডি) লেখে
- সবশেষে ফর্ম সাবমিট করে
প্রাইভেট গ্রুপ লিঙ্ক
ফর্ম সফলভাবে সাবমিট করার পর, শিক্ষার্থী একটি 'অভিনন্দন' বার্তা এবং প্রাইভেট ফেসবুক গ্রুপের লিঙ্ক পায়।
গ্রুপে জয়েন রিকোয়েস্ট
শিক্ষার্থী ফেসবুক গ্রুপে জয়েন করার সময় নিচের তথ্যগুলো আবার প্রদান করে:
- ইউজার নেম (ফেসবুক নাম)
- পেমেন্টকৃত মোবাইল নম্বর
- TrxID (ট্রানজেকশন আইডি)
যাচাই এবং অনুমোদন
আমাদের টিম শিক্ষার্থীর দেওয়া তথ্য (ফর্মের তথ্য এবং গ্রুপের তথ্য) যাচাই করে এবং সব ঠিক থাকলে গ্রুপে অনুমোদন (Approve) করে।